
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের একটি জনসম্পৃক্ত কার্যক্রম বা উদ্যোগ গ্রহন করার জন্য। গণটিকার যে আয়োজন তিনি করে দিয়েছেন তাতে আমার ওয়ার্ডবাসীসহ পুরো নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে।
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে আয়োজিত গণটিকা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) ছিলো চারদিন ব্যাপী চলমান গণটিকা কার্যক্রমের প্রথম দিন। একইদিনে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডেই চালু হয়েছে এ কার্যক্রম।

এদিকে, গণটিকা কার্যক্রমের প্রথমদিন নগরীর ১৭নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় টিকা নিতে আগ্রহী মানুষের উপচে পড়া ভীড়। অনেকেই জানান, টিকা নিতে চাচ্ছিলেন কিন্তু সময়ের কারণে বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে অনেকেই এতোদিন টিকা নিতে পারেন নি। কিন্তু এবার প্রক্রিয়া সহজতর হওয়ায়, সু-শৃঙ্খল পরিবেশে টিকা নিতে পারছেন তারা।
এসময় ভ্যাকসিন নিতে আসা এক নারী বলেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বাবু ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমিসহ অনেকেই এখানে টিকা নিতে এসেছি।
তিনি আরও বলেন, এখন আর আগের মতো কাগজপত্রের ঝামেলা নেই, শুধু মোবাইল নম্বর দিয়েই টিকা নিতে পারছে মানুষ।

গণটিকার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের একটি জনসম্পৃক্ত কার্যক্রম বা উদ্যোগ গ্রহন করার জন্য। গণটিকার যে আয়োজন তিনি করে দিয়েছেন তাতে আমার ওয়ার্ডবাসীসহ পুরো নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে। বাকী তিনদিনও একইভাবে টিকা দেয়া হবে।
দ্বিতীয় ডোজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে যেভাবে নির্দেশনা দেয়া হবে আমরা সেভাবেই দ্বিতীয় ডোজের ব্যবস্থা করবো।

উল্লেখ্য, যারা এখনো টিকা নেন নি বা টিকা কার্যক্রমের আওতায় আসেননি তাদের জন্য ভ্যাকসিনেশন পদ্ধতি আরো সহজ করার লক্ষ্যে এবার জন্মনিবন্ধন বা ভোটার আইডি সহ অন্য যে কোনো সার্টিফিকেট, ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে চালু করা হয় এ টিকা কার্যক্রম। অর্থাৎ শুধু মোবাইল নম্বর দিয়েই করা যাবে রেজিস্ট্রেশন, পরবর্তীতে আসবে দ্বিতীয় ডোজের এসএমএস বা ক্ষুদে বার্তা।