মন্ত্রীর কাছে শহীদনগর এলাকার স্থায়ী বন্দোবস্তের দাবী কাউন্সিলর মুন্না’র

581

নারায়ণগঞ্জ সমাচার:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি’র কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের শহীদনগর এলাকার স্থায়ী বন্দোবস্ত করার দাবী জানান পুন:নির্বাচিত কাউন্সিলর কামরুল হাসান মুন্না। কাউন্সিলরের বক্তব্যের শেষে মন্ত্রীও দাবী পূরণের আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার চারুকলা ইন্সটিটিউট ভবন উদ্বোধনে নারায়ণগঞ্জে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। ভবন উদ্বোধনের পূর্বে সকালে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় কাউন্সিলরদের কয়েকজন নিজ নিজ এলাকার সমস্যার বিষয়ে মন্ত্রীর কাছে বিভিন্ন দাবী তোলেন।

এরই ধারাবাহিকতায় মন্ত্রীর কাছে শহীদনগর এলাকার স্থায়ী বন্দোবস্ত’র দাবী তুলে কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, “গণতন্ত্রের মানসপুত্র” খ্যাত উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবীদ ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী’ একটি জনসভায় এই অঞ্চলে এসেছিলেন, তখন এই এলাকাটা চর ছিলো। তিনি তখন নদী ভাঙ্গা মানুষদের এই চরে থাকতে বলেছিলেন। পর্যায়ক্রমে এখানে বসতি গড়ে উঠে এবং তার নামানুসারে এ এলাকার নাম শহীদনগর করা হয়েছিলো। কিন্তু অদ্যবধি এই এলাকার স্থায়ী কোনো বন্দোবস্ত হয় নি। তাই মন্ত্রী মহোদয়ের কাছে শহীদনগর এলাকার স্থায়ী বন্দোবস্ত করতে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

একইসাথে কাউন্সিলরদের জন্য নিজ নিজ ওয়ার্ডে কাউন্সিলর কমপ্লেক্স করার দাবীও জানান কাউন্সিলর মুন্না।

কাউন্সিলর মুন্নাসহ অন্যান্য কাউন্সিলরদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে সকল দাবী পূরণের আশ্বাস দেন মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

জানা যায়, ২০০৩ সালে কমিশনার ও ২০১১ সালে কাউন্সিলর নির্বাচিত হন কাউন্সিলর মুন্না। ২০১৬ তে পরাজয়ের পর এবারের নাসিক নির্বাচনে পুনরায় জয়লাভ করেন তিনি। এবারের নির্বাচনের পূর্বে শহীদনগর এলাকাবাসীর প্রধান সমস্যা স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন কামরুল হাসান মুন্না।