
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং সাধারণ ওয়ার্ডে সমান ভোট পাওয়া দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে লটারিতে জয়ী হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান। পরাজীত হন অপর প্রার্থী জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসে এ লটারি করা হয়।
এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জাহাঙ্গীর আলম ও মজিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানসহ সদর ও সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
লটারির শুরুতে জেলা প্রশাসকের নির্দেশে দুই প্রার্থী দুটি কাগজে তাদের নিজ নাম ও প্রতীক লিখে কাগজটি ভাজ করে ব্যালট বাক্সে রাখেন। পরে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিশুর হাত দিয়ে একটি কাগজ তোলা হয়। যাতে মজিবুর রহমানের নাম উঠে এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১৫টি করে করে ভোট পান ১নং ওয়ার্ডের দুই প্রার্থী মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম। ৩ ভোট পান আলাউদ্দিন মিয়া ও ১টি ভোট পান সায়েম রেজা।