রেলমন্ত্রীকে শেখ রাসেল পার্ক ঘুরে দেখার আমন্ত্রণ আইভীর

35
রেলমন্ত্রীকে শেখ রাসেল পার্ক ঘুরে দেখার আমন্ত্রণ আইভীর

নারায়ণগঞ্জ সমাচার:

আমরা শেখ রাসেলকে স্মরণ করার জন্য এ পার্কের নাম দিয়েছি শেখ রাসেল পার্ক। আজকের এই অনুষ্ঠানে দাড়িয়ে, আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, ড্যাবের এরিয়া প্ল্যানের নকশা অনুযায়ী নারায়ণগঞ্জ খেলাঘর মামলা করেছিলো, এখানে যেন পার্ক করা হয়। সেই হাইকোর্টের রায় অনুযায়ী এবং আরো অনেক কিছু কাগজপত্রের বিনিময়ে এই পার্ক করেছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠপুত্র শিশু শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আমন্ত্রণ জানান। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর শেখ রাসেল পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

মাননীয় রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলবো, আপনি আসেন এখানে, এই পার্কটি ঘুরে দেখেন, আমাদের সাথে কথা বলেন এবং ছোট ছোট বাচ্চাদের অনুরোধে এই পার্কটি আপনি শেখ রাসেলের নামে করার অনুমতি দেন। আমরা রাসেল’র এই জন্মদিনে দাড়িয়ে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি শেখ রাসেল’র নামে পার্কটি করে দেন। কারণ বঙ্গবন্ধু ট্রাস্টি থেকে এই পার্কের অনুমোদন দেয়া আছে। আমি জানিনা, আপনি কেন, কি কারণে সেটা দিতে চাচ্ছেন না।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার তুলেন দেন মেয়র আইভী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আনিসুর রহমান দিপু, সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর রিপন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান প্রমুখ।