
নারায়ণগঞ্জ সমাচার:
শীঘ্রই জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতে পারে। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষের দিকে। নতুন বছরের শুরুর দিকেই ৭৫ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের এই কমিটি গঠিত হতে পারে বলে জানায় আওয়ামীলীগের স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্র।
সুত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যা শীঘ্রই কেন্দ্রের কাছে জমা দেয়া হবে বলে জানা গেছে। খসড়া তালিকা প্রস্তুতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়া আইভীকে প্রাধান্য দেয়া হতে পারে বলেও ধারণা তৃণমূল নেতাকর্মীদের। যদিও এ বিষয়ে নেতৃবৃন্দদের কেউ কোনো বক্তব্য দিতে নারাজ। তবে, স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের অধিকারী হওয়ায় আইভীর মতামতকেই অধিক প্রাধান্য দেয়া হবে।
এদিকে, জেলা কমিটির সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসগ গুরুত্বপূর্ণ পদ পেতে জেলার অনেক নেতাই লবিং তদবির চালাচ্ছেন বলে জানা গেছে। এ দৌড়ে কে বা কারা এগিয়ে রয়েছে তা এখনো নিশ্চিত না হলেও নতুনদের নাম শোনা যাচ্ছে জোরে শোরে। অল্প দিনের মধ্যে নেতা-কর্মীরা নতুন কমিটি উপহার পাবে বলে একাধিক নেতা নিশ্চিত করেছেন। আর এভাবে যদি জেলার পূর্ণাঙ্গ কমিট গঠন করা হয় তা হলে জেলা কমিটি নিয়েও কোন বিতর্ক থাকবেনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অপরদিকে, জেলার নেতা কর্মীদের উজ্জীবিত করে রাখতে জেলা আওয়ামী লীগের কমিটি দ্রুত গঠনের প্রয়োজন রয়েছে বলে জানা যায় তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছ থেকে। এছাড়া বিরোধী দলের চলমান আন্দোলন কর্মসূচীকে রাজপথে থেকে প্রতিহত করতে অচীরেই জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা দরকার বলে জানায় তৃণমুল নেতাকর্মীরা। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে প্রান হীন আওয়ামীলীগ নতুন করে প্রান ফিরে পাবে বলে মনে করছেন দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা।
এছাড়া, দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা মনে করছেন দলের ভেতরের সব ধরনের দ্বন্দ আর কোন্দলকে পরিহার করে জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে যোগ্য নেতাদেরকেই যোগ্য পদে বসানো প্রয়োজন। নিজেদের স্বার্থকে বড় করে দেখতে গিয়ে দলে ক্ষতি ডেকে আনুক এটা কারো কাম্য নয়। এব্যাপারে দলের শীর্ষ নেতাদের সংযত হওয়ার দাবী করেছে তারা। ঐক্য আর আলোচনার মধ্য দিয়ে যদি জেলা আওয়ামী লীগ গঠন করা হয় তা হলে নব উদ্যোমে দাড়াতে সক্ষম হবে জেলা আওয়ামীলীগ তার পাশাপাশি চাঙ্গা হয়ে উঠবে দলের নেতা কর্মীরা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসব বিষয়ে কথা হলে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, ইতিমধ্যেই আমরা কমিটির তালিকা প্রস্তুত করেছি তবে তা কেন্দ্রে এখনো জমা দেয়া হয়নি। শীঘ্রই জমা দেয়া হবে এবং যাচাই-বাছাইয়ের পর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সবাই ঐক্যবদ্ধ। আলাদা কোনো বলয় নেই, একটাই বলয় আর তা হলো শেখ হাসিনা বলয়। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নবীন-প্রবীনের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি হবে বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, চলছি বছরের ২৩ অক্টোবর বিশাল সম্মেলনের আয়োজন করে সভাপতি-সম্পাদক নির্বাচিত করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি পদে বর্ষিয়ান রাজনীতিবীদ আবদুল হাই ও সেক্রেটারি পদে আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের নাম ঘোষণা করেন তিনি।