মোনেম মুন্নাকে বুকে ধারণ করতে হবে

37

নারায়ণগঞ্জ সমাচার:

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ডিফেন্ডার মোনেম মুন্নার স্মরণে নারায়ণগঞ্জে অনুর্ধ-১৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকেলে নাসিক ১৭ নং ওয়ার্ডের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস এর চেয়ারম্যান মো. ইমরুল হাসান।

উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মোনেম মুন্নার নাম বুকে ধারণ করতে হবে। কেননা মোনেম মুন্না ছাড়া বাংলাদেশ ফুটবলের ইতিহাস লেখা যাবে না। উপমহাদেশের অন্যতম সেরা খেলোয়ার ছিলেন মোনেম মুন্না। তার হাত ধরেই বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে যদি থাকতাম তাহলে মোনেম মুন্নাকে ফুটবলের স্যার উপাধি দিতাম। দু:খ একটাই আমরা মোনেম মুন্নাকে জীবিত অবস্থায় তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারি নি। তবে তোমরা যারা তার উত্তরসূরি আছো অবশ্যই মোনেম মুন্নাকে সম্মান প্রদর্শন করবা এই আশাটুকু আমরা করতেই পারি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর এডিটর দিলু খন্দকার, শুকতারা যুব সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ জেড এম ইসমাইল বাবুল, মোনেম মুন্নার সহ-ধর্মিনী সুরভী মুন্না প্রমুখ।

আলোচনা শেষে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।