জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা

15
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির  ২০২৩-২৪ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত পরিষদের প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি এড. সরকার হুমায়ন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মো. রুহুল কুদ্দুস কাজল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির  সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত পরিষদের প্যানেলের পরিচয় করিয়ে দেন মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে এড. আহসান হাবিব শাহীন, সাধারণ সম্পাদক পদে এড. আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবায়ের আলম জীবন, যুগ্ম সম্পাদক পদে এড. মো. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আনজুম আহম্মেদ রিফাত, আপ্যায়ন সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. সরোয়ার আলম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান হাবিব, সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মো. আদনান মোল্লা, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. সাজিয়া আক্তার লিজা।

এতে আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মজিবুর রহমান, সিনিয়র আইনজীবী এড. রেজাউল করিম, এড. রফিক উদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক এড. মজিবুর রহমান শিমুল, এড. ওমর ফারুক নয়ন প্রমুখ।