১৭পদেই আমাদের প্যানেলকে বিজয়ী করবে আইনজীবীরা – এড. জুয়েল

16
১৭পদেই আমাদের প্যানেলকে বিজয়ী করবে আইনজীবীরা - এড. জুয়েল

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, কোনো মুখের কথা নয়, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমরা কি করতে পারি। নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা রেখেছে, আইনজীবীরা আমাদের উপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান ইনশ্আাল্লাহ গতকালও দিয়েছি, আজও দিচ্ছি ইনশ্আাল্লাহ আগামীকালও দিবো।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের নির্বাচন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনী প্রচারণা শেষে বক্তব্যকালে তিনি একথা বলেন।

এড. জুয়েল বলেন, শুধু এ বছরই ডাইরেক্টরী হয়েছে, উকালতনামা ডিজিটাল করা হয়েছে, লাইব্রেরী কার্ড করেছি। লাইব্রেরী কার্ড হবে বাংলাদেশের মধ্যে প্রথম জেলা বার, যেখানে লাইব্রেরী সফটওয়্যার করে সেই লাইব্রেরী ডিজিটালাইজেশন করেছি। আইনজীবীদের জন্য এলপিডিএস’র জন্য আলাদা একটি স্ক্রিম চালু করেছি। করি নাই কি? বারভবন ৩ তলা হয়েছে, ৪ তলার ছাদও আগামীকাল হবে। হয় নাই কি?

তিনি বলেন, তাহলে এগুলো করতে হবে, মুখের কথা বললে হবে না এবং আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। আইনজীবীরা গতকালও আমাদের বঞ্চিত করে নাই, বিশ্বাস রেখেছে আমাদের উপর আগামীকালও বঞ্চিত করবে না ইনশ্আাল্লাহ। আগামী ৩০ তারিখ তারা ১৭টি পদেই আমাদের বিজয়ী করবে ইনশ্আাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. আবদুর রশিদ মোল্লা, এড. মাসুদ উর রউফ, পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মোহসীন মিয়া, সহ-সভাপতি পদপ্রার্থী এড. রবিউল আমিন রনিসহ প্যানেলের সকল আইনজীবী এবং তাদের সমর্থক আইনজীবীবৃন্দ।