
নারায়ণগঞ্জ সমাচার:
শহরের সোনার বাংলা মার্কেটে ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করায় হাসি-মতিন-আল আমিন পরিষদের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) দুপুরে মার্কেট মসজিদে এ মিলাদের আয়োজন করা হয়। দোয়ায় হাসি-মতিন-আল আমিন পরিষদের বিজয় কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি প্রার্থী আল আমিন, সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কাশেম হাসি, সহ-সভাপতি প্রার্থী আব্দুল মতিন, সদস্য প্রার্থী পলাশ, আব্দুল কাদির, ফেরদৌস খান, হুমায়ন কবির, আব্দুর রহিম, ফাহাদ হোসেন মাসুদ, সাইদুর রহমান ফাহিম, মিজানুর রহমান অনিক, আব্দুল হাকিমসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও প্রতীক বরাদ্দ ৩১ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারী।