সেলিম ওসমানকে সম্মাণিত করায় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ

11

নারায়ণগঞ্জ সমাচার:

সেলিম ওসমান পত্নী নাসরিন ওসমান বলেছেন, ০৭ জানুয়ারী আমরা সবাই যার যার অবস্থান থেকে ভোট কেন্দ্রে যাবো এবং নিজের ভোট নিজে দিবো। আপনারা দলমত নির্বিশেষে সেলিম ওসমানকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন। দল যার যার, সেলিম ওসমান সবার। সেলিম ওসমান সাহেব কি করেছেন, এটা আমি বলবো না, কারণ আমি তো ঘরের মানুষকে ভালো বলবোই। আপনারা যেটা বলবেন, সেটাই সত্যি হবে। আপনারা তো তার জন্য জানেনই, উনি অনেক উন্নয়ন করেছেন। আপনারা যদি তাকে জয়যুক্ত করে নিয়ে আসতে পারেন, তাহলে ভবিষ্যতে আরও বেশী উন্নয়ন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৫ আসনটা উনাকে (সেলিম ওসমানকে) উপহার দিয়েছেন। আমি চির কৃতজ্ঞ এবং আমার পরিবার উনার কাছে কৃতজ্ঞ যে, সেলিম ওসমান সাহেবকে উনি এতোটা সম্মাণিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের সমর্থনে নারী উদ্যোক্তা, নারী সংস্থাসহ নারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সেলিম ওসমান ও তার বোন নিগার ওসমান। সোমবার (০১ জানুয়ারী) বিকেলে নগরীর ১নং রেল গেইট এলাকাস্থ এস এম মালেহ রোডে সেলিম ওসমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই সম্মানটা যাতে বজায় থাকে, তাই সুষ্ঠুভাবে যে নির্বাচন হচ্ছে তা আপনারা সফল করবেন। অনেকে বলছেন, এটা কোনো নির্বাচনই না। এখানে কিছুই হবে না, এমনি সবাই পাশ করে যাবে। আসলে কিন্তু তা না, অনেক ষড়যন্ত্র হচ্ছে। সবকিছু মোকাবেলা করেই আমাদেরকে কিন্তু এই নির্বাচনে পথ চলতে হবে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং পাশ^বর্তী সকলকে ভোট দিতে উৎসাহিত করবেন।

তিনি আরও বলেন, সেলিম ওসমান আপনাদের সকলের, আপনারাই তাকে জয়যুক্ত করে নিয়ে আসবেন এবং উনি যেন এই আসনের সম্মানটা রাখতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশের হাল ধরবেন আমরা এটাই আশা করবো। আমরা নতুন বছরে পদার্পণ করেছি, আমরা চাইনা পুরোনো বছরের মতো নতুন বছরে এরকম হানাহানি, মারামারি, অগ্নিসংযোগ এসমস্ত কিছু হোক। সবাই আমরা মিলেমিশে, দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। যারা গতবছর নিহত হয়েছেন, আমি তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ যাতে জান্নাতবাসী করুক।

আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান আরা আকসীর, আলেয়া বেগম, রোকসানা খবির, এড. মাহমুদা মালা, ইসরাত জাহান স্মৃতি, এড. নুর জাহান, মরিয়ম শান্তা, নারগিস প্রমুখ।