
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জের মৃত আব্দুল হকের ছেলে মোহাম্মদ আলী (২৮) নামে এক বখাটের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুনী। ভুক্তভোগী তরুনী একটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন বলে জানিয়েছেন।
মামলার আসামীরা হলেন, মোহাম্মদ আলী (২৮), তার মা আয়েশা বেগম (৪৭), বোন জামাত সওকত আলী (৩৮), বড় বোন রোজিনা আক্তার (৩৪) ও ছোট বোন জেয়াসমিন)।
মামলা করার আগে, ঐ তরুনী গত ২৩ জুলাই অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে। এসময় স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে নিয়ে আসে। পরে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে নানা টালবাহানা করা হয়। পরবর্তীতে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানও এ বিষয়ে একটি সুরাহার জন্য অনেক চেষ্টা করেন, তবে অভিযুক্ত ও তার পরিবারের টালবাহানার কারণে কোনো সুরাহা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে ভুক্তভোগী ঐ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হলেও পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মোহাম্মদ আলী শপথ করে ভুক্তভোগীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ০৭ জুন ও ০৯ জুলাই দুবার ধর্ষণ করে অভিযুক্ত মোহাম্মদ আলী। এরপর বিয়ে করার কথা জানালে মোহাম্মদ আলী অস্বীকৃতি জানান বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মোহাম্মদ আলীর মুঠোফোনে (০১৮৪৫৬৫৩৫১৯) কল দিলে তা বন্ধ পাওয়া যায়।