বিএনপি নেতা আজাদের পিতার মৃত্যুবার্ষিকীতে মোয়াজ্জেম হোসেন মন্টি’র দোয়া

30

নারায়ণগঞ্জ সমাচার:

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পিতা মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি’র উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর দেওভোগ বড় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজাদের পিতার মৃত্যুবার্ষিকীতে মোয়াজ্জেম হোসেন মন্টি’র দোয়া

দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন হামিদী এ দোয়া পরিচালনা করেন। দোয়ায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে নজরুল ইসলাম আজাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আজাদের পিতার মৃত্যুবার্ষিকীতে মোয়াজ্জেম হোসেন মন্টি’র দোয়া

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির পদত্যাগী সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বিএনপি নেতা শাহীন হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।