
নারায়ণগঞ্জ সমাচার:
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পিতা মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি’র উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর দেওভোগ বড় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন হামিদী এ দোয়া পরিচালনা করেন। দোয়ায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে নজরুল ইসলাম আজাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির পদত্যাগী সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বিএনপি নেতা শাহীন হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।