
নারায়ণগঞ্জ সমাচার:
শীতলক্ষ্যা নদীতে এস কে এল-৩ নামের জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চের ৩৫ জন যাত্রী নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটির গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দূর্ঘটনাস্থলের পশ্চিমপার্শ্বে কয়লাঘাট এলাকায় বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এ গণশুনানী।
শীতলক্ষ্যা নদীতে লঞ্চ দূর্ঘটনায় মৃত যাত্রীদের আত্মীয় স্বজন, বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা এ গণশুনানীতে অংশ নেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন তদন্ত কমিটি ২৩ জনের সাক্ষাৎকার নেন। এসময় তিনি গণমাধ্যমকে জানান, গণশুনানীতে লঞ্চ দূর্ঘটনায় মৃত যাত্রীদের আত্মীয় স্বজন, বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হয়েছে। সাত দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
একইদিনে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাক্ষাৎকার নেন ৩০ জনের।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদেজা তাহেরা ববি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ জোন নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোবারক হোসেন, মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এস কে এল-৩ নামের কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি দুর্ঘটনাস্থলে পৌঁছলে এস কে এল-৩ নামের কার্গো জাহাজের ধাক্কায় সেটি উল্টে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী নিখোঁজ ছিলেন। ঘটনার পর মোট ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়।