
নারায়ণগঞ্জ সমাচার:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মহানগর যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বাদ আসর দেওভোগ বড় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
মসজিদের সকল মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনাসহ সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার পুত্র আরাফাত রহমান কোকোসহ দলীয় নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত এবং দলীয় সকল নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় জামে মসজিদের সহকারি ইমাম মোঃ আব্দুল বারী। এ সময় উপস্থিত আমিনুল ইসলাম মিঠু, মোঃ আরিফ, মোঃ জাকির হোসেন সেন্টু, মনির, রানা মুন্সী, সেলিম স্যার, আক্তার, তুহিন আলী, জহিরুল ইসলাম সিকু, মাহবুব আলম সুমন, রুবেল, সোহেল প্রমুখ।