
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো প্রকাশ চন্দ্র দাস (২১), আকাশ চন্দ্র দাস (২৮), আলমগীর হোসেন (২৫) এবং হাবিবুর রহমান (২৭)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২ হাজার ৩৫৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাস প্রতি দৈনিক ৮০-১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজির টাকাসহ ৪ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।