ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষে দেশে এসেছি – হান্নান মামুন

30

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন ১৬ জানুয়ারি নারায়ানগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নাসিক ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃহান্নানুর মামুন নির্বাচনী প্রচারণা করেছে।

বুধবার(৮ ডিসেম্বর)বিকেল পৌনে ৪টায় নারায়ানগঞ্জ শহরের নলুয়াপাড়ায় এ নির্বাচনী প্রচারনা করেন তিনি।

নির্বাচনী প্রচারণা শেষে হান্নানুর মামুন বলেন, আমি সুস্থ ধারার একটি সমাজ চাই, যাতে করে আমার এলাকা থাকবে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত। আর এজন্য যুবসমাজ ও মায়েদের ভুমিকা অপরিসীম। বাঙ্গালি জাতির মূল শক্তি হলো মায়েরা। তাই আজকে আমি আমার মা ও বোনদের সাথেই নির্বাচনী কাজ শুরু করেছি।

তিনি বলেন, আমার ওয়ার্ডে যাতে বেশী বেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠে আমি সেদিকে বেশী নজর দিবো। কেননা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো তরুণ ও যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। আর এসব সংগঠনের নেতৃত্ব দিবেন আমার এলাকার মুরুবী-বয়োজ্যেষ্ঠরা। তারা যুব সমাজকে সঠিক পথে চলার রাস্তা দেখাবেন।

বর্তমান কাউন্সিলর কবির হোসাইনের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, আমাদের দূর্ভাগ্য পুরো সিটি কর্পোরেশন এলাকার ময়লা আমাদের এইখানে এনে ফেলে। আমরা যেন প্রতিবাদ করতে না পারি তাই এখানকার কাউন্সিলরের লোকদের যার যার চেম্বার করেছে আমাদের ভয় দেখানোর জন্য যাতে আপনারা কিছু না বলতে পারেন।

একটি পক্ষ আমার বিরোধীতা করে উল্টাপাল্পা বকছে উল্লেখ করে তিনি বলেন, আমি দীর্ঘ দিন দেশের বাহিরে ছিলাম কিন্তু শেষ বয়সে আপনাদের সেবা করার লক্ষে দেশে এসেছি। এটা কি আমার অপরাধ। আমাকে ভোট দিলে আমার সাইন আনতে নাকি কানাডা যেতে হবে এটা কোন কথা। এটা একটা হাস্যকর ব্যাপার। আমি আর কানাডা যাবো না। আর যারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তাদের জবাব আপনেরা দিবেন কি দিবেন না? প্রতিটি ঘরে ঘরে কম করে হলেও আমার দুইটা ভোট আছে। আমার ভোট কয়টা আছে আপনেরা জানেন না। শহীদনগর আছে, নলুয়াপাড়া আছে, আলামিননগর আছে, ঋষিপট্টিতে আছে। অতএব ভয় পাবার কিছু নাই।